Jump to content

User:চিহ্ন

From Wikipedia, the free encyclopedia

[1]চিহ্ন একটি প্রকাশনা…

‘সময়ের বিরুদ্ধস্রোতে উজানের প্রকাশনা…’ বিবেচনায় চিহ্ন একটি প্রকাশনা। আমরা বলি একটি ‘অথেনটিক প্রকাশনা’। বাজারি-ব্যবসায়ি কোনো চিন্তাকে লালন করি না। রিভিউ বিবেচনায় অথেনটিক এবং সাহিত্যের জন্য জরুরি এমন গ্রন্থই প্রকাশের সম্ভাবনা থাকে। প্রকাশনার ব্যয় বহন করতে হয় স্বয়ং লেখককে। আমরা শ্রম দিয়ে প্রকাশনার মানকে শতভাগ ভালো করার চেষ্টা করি। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ‘চিহ্ন’ প্রকাশনা হিসেবে নিবন্ধিত। নিম্নে প্রকাশিত গ্রন্থতালিকা দেওয়া হলো :

১. শহীদ ইকবালের প্রবন্ধগ্রন্থ কালান্তরের উক্তি ও উপলব্ধি ২. সজল সমুদ্রের কবিতার বই পত্রে রচিত ভোর ৩. জুলফিকার মতিনের কাব্যগন্থ দুঃখ ভোলার দীর্ঘশ্বাস ৪. জুলফিকার মতিনের গ্রল্পগ্রন্থ অন্ধকারের জন্তুরা ৫. শেখ আতাউর রহমানের কাব্যগন্থ অলৌকিক জোনাকিরা ৬. মোঃ হারুন-অর-রশীদের ছড়ার বই নেতাজী কেষ্টা ৭. শহীদ ইকবালের প্রবন্ধগ্রন্থ মুখশ্রীর পটে ৮. শহীদ ইকবালের প্রবন্ধগ্রন্থ : বাংলাদেশের কবিতার সংকেত ও ধারা ৯. মোঃ হারুন-আর-রশীদের ভাবনাগ্রন্থ দেশ নিয়ে ভাবনা যতো ১০. তুহিন ওয়াদুদের গবেষণাগন্থ জ্যোতিপ্রকাশ দত্তের গল্প : বিষয়বৈভব ও শিল্পরূপ ১১. মাওলা প্রিন্সের প্রবন্ধগন্থ কালোত্তরের প্রতিশ্রতি: প্রসঙ্গ সাহিত্য ১২. তবিবুর রহমানের গবেষণাগ্রন্থ আলাউদ্দিন আল আজাদের ছোটগল্প: বিষয় ও প্রকরণ ১৩. মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ পিপাসার জলসত্র ১৪. আহমেদ ইউসুফের কাব্যগ্রন্থ মিথ্যে নয় চলেছি নরকে একাই ১৫. নিতাই কুমার ঘোষের গবেষণাগ্রন্থ প্রেমেন্দ্র মিত্রের গল্পে মানব সম্পর্কের সীমানা ও সত্যতা ১৬. কুমার দীপের কাব্যগ্রন্থ কোথাও কোনো মানুষ নেই ১৭. সৈয়দ তৌফিক জুহরীর কাব্যগ্রন্থ অন্ধহরিণ ১৮. জুলফিকার মতিনের কাব্যগ্রন্থ কার চরণচিহ্ন ধরে ১৯. মাসুদার রহমানের কাব্যগ্রন্থ উত্তরবঙ্গ সিরিজ ২০. শিমুল মাহমুদের কাব্যগ্রন্থ আবহাওয়াবিদগণ জানেন ২১. শহীদ ইকবালের উপন্যাস বিশ শতকের রূপকথার নায়কেরা ২২. Maswood Akhter (Editor), Musings Post Colonies ২৩. রহমান রাজুর প্রবন্ধগ্রন্থ থিয়েটার বিষয় ও বিন্যাসে ২৪. শামীম সাঈদের কাব্যগ্রন্থ এই কথা বৃষ্টিবাচক ২৫. সৈয়দ তৌফিক জুহরীর কাব্যগ্রন্থ জলপাত্রে ফড়িং ২৬. সৈয়দ তৌফিব জুহরীর কিশোরগ্রন্থ পাখি ওড়ার দিন ২৭. গৌতম গুহ রায়ের প্রবন্ধ স্বপ্নপরিব্রাজকেরা ২৮. সৈকত আরেফিনের গল্পগ্রন্থ পাতা ও পতত্রী ২৯. শেখ নাজমুল হাছান : সবুজ আগাছা কিছু ৩০. আরিফ ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থ লীলাবতী ৩১. মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ শনিবার ও হাওয়া ঘুড়ি ৩২. জুলফিকার মতিনের কাব্যগ্রন্থ জলের সংসার ৩৩. ফারুক আলমের ছড়াগ্রন্থ গোলাপকাঁটা ৩৪. নূর-ই আলম সিদ্দিকীর প্রবন্ধগ্রন্থ বাংলার বেদে : প্রকৃতি ও পরিচয় ৩৫. শহীদ ইকবালের উপন্যাস নশ্বর নিয়তির মুদ্রা ৩৬. নৈঋত ইকবালের গ্রন্থ চরিত্র ৩৭. সৈয়দ তৌফিক জুহরীর গবেষণাগ্রন্থ শওকত ওসমান আত্মজীবনী ও স্মৃতিকথা ৩৮. কাজল কাপালিকের কাব্যগ্রন্থ যদি একতারাটি বেজে ওঠে কোথাও ৩৯. কাজল কাপালিকের কাব্যগ্রন্থ ভূমিপুত্রের শীতনিদ্রা ৪০. জুলফিকার মতিনের প্রবন্ধ বাঙালী মুসলমান ও তার মন ৪১. শহীদ ইকবালের তিনটি নভেলেট

চিহ্ন কিশোর গ্রন্থমালা সিরিজ-এর বই :

১. পাখি ওড়ার দিন ২. চরিত্র


এছাড়াও যন্ত্রস্থ রয়েছে আরও কয়েকটি বই।