User:দেবশ্রী চক্রবর্তী
Appearance
ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্গত ছোট রাজ্য হল ত্রিপুরা নর্থইস্টের সাত বোনের এক বোন বলা হয় এই ত্রিপুরা রাজ্যকে। পাহাড়ে ঘেরা এই ত্রিপুরার আয়তনের দিক দিয়ে অনেক ছোট 10,441 বর্গ কিলোমিটার।
জনসংখ্যা প্রায় 3200000 লক্ষ। এই ত্রিপুরা রাজ্যের জাতীয় উপজাতি গোষ্ঠীর লোকেরা বসবাস করে এছাড়া বর্তমানে বাঙ্গালীদের বসবাস দেখতে পাওয়া যায়। এক সময় এই রাজন্য শাসিত ত্রিপুরা রাজাদের শাসন পরিলক্ষিত ছিল মহারাজা বীরচন্দ্র মানিক্য মহারাজা রাধা কিশোর মানিক্য মহারাজা ধন্য মানিক্য মহারাজা গোবিন্দ মানিক্য,,,, এছাড়া আরো অনেক 143 জন মহারাজারা ত্রিপুরা রাজ্যের শাসন করে গেছেন।