Jump to content

User:হাসিন সাহাদ

From Wikipedia, the free encyclopedia
 প্রথম প্রেমের কিছু কথা
হয়তো তখন বয়সের অপূ্র্নতা
কিন্তু মন?

মনতো প্রেমে পড়েছিল, ভালোবাসে কাছে আসার খুনসুটি করতো টুকটাক ঝগড়ায় মন পিছু ফিরে হাসতো।

তখন দুজনের চাওয়া একটিই ইচ্ছে তুমি যেওনা দূরে।তবু বেলা শেষে দূরে, সকালের অপেক্ষায় রাত কাটিয়েছি এই ভেবে যদি ঘুম ভাঙ্গতো তাহার মিষ্টি হাসি দেখে। ঘুম থেকে উঠেই প্রাইভেটে যেতাম,সে দাড়িয়ে থাকতো বাসাথেকে খানিকটা পথ দুরে,আমার সাইকেলে যাবে বলে,সে সাইকেলে উঠতে গিয়ে যখন পিঠের শার্ট মুঠো করে ধরতো,তখন অামি বলতাম এই সুরসুরি লাগে,ধরবেই যখন ভালো করে ধর।তখন সে চিমটি কেটে বলতো হুম...চলো।তখন রাগ হতো সপ্তাহের শুক্রবার এ কেন স্কুল বন্ধ। স্কুল শেষে হিসেব নিতো পড়া শিখনি কেন সারা রাত কি মেয়েদের সাথে চেটিং......... শুরু হলো খুনসুটি।আমি যখন বলি সারা রাততো তুমাকে ভাবি।তখন ও আড় চোখে হেসে,শর্ত দিতো কাল যদি পড়া না শিখো....দেখবে আমি কি করি। চলতে চলতে টুকটাক ঝগড়ায় বিদায়ের ঘন্টি,সারাদিন যাই হোক পিছু ফিরে হাসি।

খুব ভালোবাসি তকে নীলান্তি।