Jump to content

User:Pabelislam ck

From Wikipedia, the free encyclopedia

প্রতিবেদন-১Jessore District rajgonj

হাজী সাহেব নামেই লোকটি পরিচিত। তিনি সমাজের একজন সম্মানিয় ব্যাক্তি। রাজগঞ্জ বাজার যার অর্ধেক জমির উপরে। তিনি বংশগত ভাবে রাজ পরিবার। ঝাঁপা গ্রামে এখনো মাথা উচু করে দাড়িয়ে আছে প্রায় ২০০ বছর আগের রাজবাড়ি। সংস্কার না করার ফলে প্রায় ধংশের মুখে। বাড়িটি কবে বা কত সালে তৈরি তেমন কেও বলতে পারলো না তবে ২০০ বছর মত হবে এটা জানতে পারলাম। এমন কি হাজী সাহেব ও জানে না যে এই বাড়িটি কত সালে তৈরি হয়েছে। আমরা গর্বিত এই জন্য যে প্রাচীন কালে একটা ভবন আমরা এখনো দেখতে পারছি। বাড়িটি এখন আর বসবাস করার যোগ্য না। হয়তো আমাদের জন্মের আগে আরো বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে যেটা আমরা দেখতে পারিনি। তবে ঝাঁপা গ্রামে একবার এই বাড়িটি ঘুরে এলে আপনারা অনেক প্রাচীন কিছু দেখতে পারবেন। আলাদা এক ধরনের আনন্দ ও পেতে পারেন। ঝাঁপার ভাসমান ব্রিজ দেখতে গিয়ে প্রাচীন কালে এই বাড়িটি ও দেখার জন্য আপনাদেন আমন্ত্রন রইলো।