Jump to content

User talk:Amorety

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

Amrita das[edit]

Amrita Das is a very common man,but Amrita Das is a multiplied person. Amorety (talk) 20:37, 23 April 2018 (UTC)[reply]

সুসংগতি নিধি লিমিটেড[edit]

কোম্পানি স্থাপন দিবস ১ই ডিসেম্বর ২০২১, যদি বাস্তবিক দিবস ধরা হয় তবে ১৭ই আগষ্ট ২০১৭ সালের কাঁটাখালী গ্রামের মন্ডল মুদিখানা দোকানের সামনে এক সভার আহ্বান করি, পনেরো জন ব্যাক্তির উপস্থিতে সভা শুরু হয়। উক্ত সভার মাধ্যমে কাঁটাখালী সুসংগতির স্থাপন হয়। এটা সোসাইটি হবে এই মতামত গ্রহন করা হয়। কারন আমাদের সুসংগতির কার্যক্রম সমাজের জন্য কিছু কর্ম করিতে একত্রিত হওয়া। ২০১৭ থেকে ২০২১ সোসাইটি নিবন্ধন করণ সম্পূর্ণ করিবার উদ্দেশ্য নিয়ে প্রয়াস চালিয়ে যাই, প্রায় দুই বছর মৌখিক ভাবে সোসাইটির নিয়ম ও নির্দেশ পালিত হয়, ২০১৯ সালে একটি বার্ষিক সভায় সোসাইটিকে কোম্পানিতে রুপান্তর করা হয়। সুসংগতি নিধি লিমিটেডের সদস্য / সদস্যাদের বৃদ্ধিতে মৌখিক ভাবে কোম্পানির নিয়ম ও নির্দেশ পালন হবার অনিশ্চয়তার সম্ভাবনা ও ভবিষ্যতের পরিচালন পথকে নিয়ম ও নির্দেশ অনুসারী করিবার উদ্দেশ্যে ২০২২ সালের বার্ষিক সভায় “পন্থাদাতা” পুস্তকটি প্রস্তাবিত করি, সর্ব সদস্যদের সম্মতিতে পুস্তকটি প্রকাশিত করা হয়। "খালি পেটে ধর্ম হয় না, কর্ম আসল ধর্ম" এই মর্মে বেকারত্বের যন্ত্রনা মাথায় নিয়ে দেশপ্রেম ও সামাজিক সহানুভূতির কর্তব্য জ্ঞান কেউ নিতে চাইবেনা, এছাড়া সোসাইটি কোন দারিদ্র ব্যক্তিকে এক বেলার অন্নদান করিয়া তাহার বছরের বাকি ৩৬৪ দিনের জীবন যাপনের ধারাকে পরিবর্তন করিতে পারিবে না। তাই কেবল মাত্র বেকারত্ব মুক্ত ও সামাজিক সহায়তার বা সমাজ উন্নয়ন উদ্দেশ্য নিয়ে কোম্পানিতে রুপান্তর করা হয়। কোম্পানির উৎস উদ্দেশ্য চিরন্তন উজ্জ্বলিত রাখতে প্রদীপ সম পন্থাদাতা পুস্তকটি প্রকাশ হয়েছে। এই পুস্তকে কোম্পানির সকল নিয়ম ও নির্দেশ স্থায়ী ভাবে নথিভুক্ত করিয়া রাখা হয়েছে, বর্তমান ও ভবিষ্যতে যাহার দ্বারা কোম্পানি পরিচালিত হইবে। পন্থাদাতা পুস্তকটি কোম্পানির কোন সদস্য/সদস্যার নিকট ব্যক্তিগত ভাবে গচ্ছিত রহিবে না, কেবল মাত্র কোম্পানির সকল অফিসে রহিবে এবং প্রশিক্ষণ হেতু পাঠ করানো হবে। সকল সদস্য/সদস্যা পুস্তকের গোপনীয়তার নিয়মাবলি পালন করিতে হবে। পুস্তকের জেরক্স, ছবি ও অনুলিপি গঠন করিবার দোষে কোম্পানি দ্রোহী দোষে দন্ডিত করা হইবে। Amorety (talk) 02:12, 27 August 2022 (UTC)[reply]